Thursday, 12 March 2015

বাড়ি ফেরা

বাড়ি ফেরা

ক্লান্ত, শান্ত, নিংড়ানো দেহটা,
বাস-এর রডে্‌র থেকে ঝুলে ঝুলে,
যৌবনের আশা ত্যাগ করা মনটা,
বস্‌-এর গালি খেয়ে ফুলে ফুলে,
বিদ্যা, ক্ষমতা, প্রতিভা থেকেও,
কর্মে আদর্শ, নীতি ত্যাগ করে,
সাধারণ বাঁচার চেষ্টা সত্ত্বেও,
হাঁসফাঁসিয়ে দৈনন্দিন রোজ বরে,
বাড়ি ফিরে হাঁসি মুখ ও গায়ে,
আলিঙ্গন ও চুম্বনের মিষ্টতায়,
উবে যায় গ্লানি, হতাশা, ক্ষোভ, ভয়,
শুষ্ক জীবন প্লাবনে ভরে যায়,
মৃদু বুক-স্রোতের নব উষ্ণতায়,
সব আশা-নিরাশা কবিতা হয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন