Sunday, 3 November 2013

কেনাকাটা

অনেক দোকানে ও ওয়েবসাইটে 'sale' ও 'discount coupon' হয়। আবার অনেক দোকানে এসব হয় না। যেরকম fabindia। ওয়েবসাইটের মধ্যে flipkart-এ 'discount coupon' এর প্রথা নেই যদিও 'sale'এর প্রথা আছে। যেসব দোকানে 'sale' ও 'discount coupon' (এবং একই সুরে স্পর্শনেন্দ্রিয় দোকানে যেখানে দরাদরি হয়), সেই সব দোকানে আমার ব্যক্তিগত ভরসা কম। সব সময়ই মন খুঁতখুঁত করে যে ঠকিয়ে নিল কি না। অন্য সময় কিনলে কি কম দামে পেতাম? আর যেসব দোকানে check-out এর সময় 'discount coupon' আছে কি না জিজ্ঞেস করে, সেই সব সাইটে মনে হয় -- এই তো! এর চেয়েও কম দামে এটা আসলে পাওয়া যায়। আমি ঠকে যাচ্ছি।  jabong, myntra, yebhi -- এই সব সাইট কলকাতার টি.ভি.তে অনেক বিজ্ঞাপন দেয়ে, কিন্তু যদি কোন সামগ্রী শুধুই এই রকম একটা সাইটে পাওয়া যায়, তখন মন অসন্তুষ্ট থেকে যায়। একাধিক সাইটে কোন সামগ্রী পাওয়া গেলে তো একাধিক সাইট তুলনা করে সব চেয়ে কম দাম যেখানে সেখান থেকেই কিনি।

No comments:

Post a Comment

মন্তব্য করুন