Monday, 25 March 2013

কলকাতা বই মেলায় হারিয়ে না যাওয়া

Publishers & Booksellers Guild-এর থেকে প্রত্যেক বছর একটি নকশা জোগার করে, সেটা অনুযায়ী একটা মোবাইল ফোন অ্যাপ্লিকেশান (অ্যাপ) এ নকশা বানিয়ে, তাতে যে কোন স্টল এর নাম লিখলে, তার নম্বর দেখিয়ে দেওয়া অথবা যে কোন নম্বর এর স্টলে কী দোকান আছে, এবং তৃতীয়ত, একটি স্টল নম্বর এর থেকে আরেকটি স্টল নম্বর এ যাওয়ার দ্রুততম রাস্তা দেখিয়ে দেওয়ার একটি অ্যাপ্লিকেশান বানিয়ে, তা বিনামূল্যে ব্যবহার করতে দিলে, তার অনেক ব্যবহারকারী থাকতো।

পুনশ্চ: ২০১৫ থেকে এমনই একটা Android অ্যাপ Publishers & Booksellers Guild বানিয়েছে CESC'র সহযোগিতায়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন