Monday, 25 March 2013

কলকাতার জন্য ট্রেনের মোবাইল ফোন অ্যাপ্লিকেশান

কলকাতার মেট্রো ও লোকাল ট্রেন এর নকশা কয়েকটা আছে, কিন্তু আজকালকার চলতি মোবাইল অ্যাপ্লিকেশান (অ্যাপ) সেরকম নেই। নীচের নকশার চেয়েও ভালো ভাবে পেশ করে একটা মোবাইল অ্যাপ্লিকেশান বানালে, তা বিনামূল্যে ব্যবহার করতে দিলে, মানুষ তা নিশ্চই ব্যবহার করবে। ট্রেন ব্যবহারকারীর ১ শতাংশ হয়তো এটি ব্যবহার করবে, কিন্তু ১ শতাংশটাও একটা বড় সংখ্যা।

No comments:

Post a Comment

মন্তব্য করুন