Wednesday, 27 March 2013
Monday, 25 March 2013
কলকাতা বই মেলায় হারিয়ে না যাওয়া
Publishers & Booksellers Guild-এর থেকে প্রত্যেক বছর একটি নকশা জোগার করে, সেটা অনুযায়ী একটা মোবাইল ফোন অ্যাপ্লিকেশান (অ্যাপ) এ নকশা বানিয়ে, তাতে যে কোন স্টল এর নাম লিখলে, তার নম্বর দেখিয়ে দেওয়া অথবা যে কোন নম্বর এর স্টলে কী দোকান আছে, এবং তৃতীয়ত, একটি স্টল নম্বর এর থেকে আরেকটি স্টল নম্বর এ যাওয়ার দ্রুততম রাস্তা দেখিয়ে দেওয়ার একটি অ্যাপ্লিকেশান বানিয়ে, তা বিনামূল্যে ব্যবহার করতে দিলে, তার অনেক ব্যবহারকারী থাকতো।
পুনশ্চ: ২০১৫ থেকে এমনই একটা Android অ্যাপ Publishers & Booksellers Guild বানিয়েছে CESC'র সহযোগিতায়।
পুনশ্চ: ২০১৫ থেকে এমনই একটা Android অ্যাপ Publishers & Booksellers Guild বানিয়েছে CESC'র সহযোগিতায়।
কলকাতার জন্য ট্রেনের মোবাইল ফোন অ্যাপ্লিকেশান
কলকাতার মেট্রো ও লোকাল ট্রেন এর নকশা কয়েকটা আছে, কিন্তু আজকালকার চলতি মোবাইল অ্যাপ্লিকেশান (অ্যাপ) সেরকম নেই। নীচের নকশার চেয়েও ভালো ভাবে পেশ করে একটা মোবাইল অ্যাপ্লিকেশান বানালে, তা বিনামূল্যে ব্যবহার করতে দিলে, মানুষ তা নিশ্চই ব্যবহার করবে। ট্রেন ব্যবহারকারীর ১ শতাংশ হয়তো এটি ব্যবহার করবে, কিন্তু ১ শতাংশটাও একটা বড় সংখ্যা।
কম্পিউটারে বাংলা হরফ
কম্পিউটার আসার পর নানা আর্থিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে বাংলা হরফের সংখ্যা কমে এসেছে। এই হরফগুলো ছাড়া বিনামূল্যে বাংলা হরফ পাওয়া মুশকিল। বাংলা বিজ্ঞাপন সংস্থারা কয়েকটি সৌখিন হরফ ব্যবহার করে, কিন্তু তা বিনামূল্যে সাধারণ ভাবে পাওয়া যায় না। কম্পিউটার আসার আগে বিজ্ঞাপন হয় ছাপা অথবা হাতে লেখা হত। তার কিছু নমুনা এখানে দেখা যায়। পশ্চিমবাংলা ও বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো হলে, শিল্পীদের কম্পিউটার ব্যবহার করার আরো সুযোগ হবে এবং তখন রকমারি বাংলা হরফ ও দেখা যাবে। আপাতত কম্পিউটারে বাংলা হরফ বানানোর কাজ অল্প কিছু মানুষদের মধ্যেই সীমিত আছে। সেই ব্যাপারে কিছু তথ্য এখান থেকে জানা যেতে পারে।
বাংলা Unicode হরফের মধ্যে Mukti Narrow হরফটা আমার বিশেষ পছন্দ।
বাংলা Unicode হরফের মধ্যে Mukti Narrow হরফটা আমার বিশেষ পছন্দ।
Sunday, 24 March 2013
ফেডোরা টুপি
ফেডোরা টুপি আগে আমেরিকান যুক্তরাষ্ট্রে মহিলারা পড়তো। ক্রমে পুরুষেরা তা পড়তে শুরু করে। হাম্ফ্রি বোগার্ট ক্যাসাব্ল্যাঙ্কা চলচ্চিত্রে এই টুপিটি পড়ে। ফ্র্যাঙ্ক সিনাট্রা এই টুপিটি পড়তো এবং এখন লেণার্ড কোহেন-ও এই টুপিটি পড়ে। সম্প্রতি দার্জিলিং এর নেতা, বিমল গুরুঙ-কেও দেখা গেছে এই টুপি পড়ে থাকতে।
Subscribe to:
Posts (Atom)