Sunday 9 June 2019

BBC's Desert Island Discs

বাইবেল ও শেক্সপিয়ারের সমগ্র রচনা তো থাকবেই।

তা ছাড়া, যে আটটি গান, একটি বই ও একটি বিলাস সামগ্রী সঙ্গে নেবো তা হলো এ রকম।

গান

১) রবীন্দ্রনাথ ঠাকুর, 'আমার নিশীথ রাতের বাদল ধারা', সাহানা বাজপেয়ী-র গাওয়া -- কলেজে পড়ার সময় এই গানটা খুব শুনতাম।

২) Louis Armstrong, 'What a Wonderful World' -- হয়তো আমার সব চেয়ে প্রিয় গান।

৩) Frank Sinatra, 'Moon River' -- Sinatra-র গলাটা শুনতেই হবে।

৪) आरिफ लोहार, 'भाग मिलखा भाग' -- গানটা খুব অনুপ্রেরণা জাগায়।

৫) मधुश्री, 'कान्हा सो जा ज़रा', বাহূবালি ২ চলচ্চিত্রের হিন্দি সংস্করণ থেকে-- গানটা শুনে ঘুমোতে ভালো লাগে। 

৬) मोहित चौहान, 'सबसे पीछे हम खड़े' -- কলেজে পড়ার সময় এই গানটা খুব শুনতাম।

৭) मोहम्मद रफी एवं गीता दत, 'हम आप की आँखों में', পিয়াসা চলচ্চিত্র থেকে -- খুব ভালো লাগে এই গানটা।

৮) Leonard Cohen, 'Closing Time,' -- অন্তিম গান।

বই
F.T. Palgrave, Golden Treasury, with additions by John Press

বিলাস সামগ্রী
পুরনো কিছু ফটোগ্রাফ

No comments:

Post a Comment

মন্তব্য করুন