Monday, 14 October 2013

হাইকু ০১১: গ্রাস করে বৃদ্ধি

গ্রাস করে বৃদ্ধি

তারে বৃষ্টির দুই ফোঁটা
দ্রুত, বড়, শেষ

হাইকু ০১০: দূরের একটা ছাদ

দূরের একটা ছাদ

হাওয়ায় দুলছে লাল শাড়ি
অচেনা জীবন

Thursday, 10 October 2013

হাইকু ০০৯: ঠাক্‌ করে লেগে

ঠাক্‌ করে লেগে

ঘাসের মাথা চড় মেরে
ফ্ল্যাট্‌  কভার ড্রাইভ

Sunday, 6 October 2013

হাইকু ০০৮: প্রেমিকদের ঝগড়া

প্রেমিকদের ঝগড়া

ঘন ঘন ফোন দেখা
“আমি-ই করি?”

Friday, 4 October 2013

হাইকু ০০৭: বহু বছর পর

বহু বছর পর

রুক্ষ হাত ও নরম হাত
দুই জীবনস্রোত

আলোয় আলোয় এই আকাশে

সৌরশক্তি ব্যবহার করে সামগ্রী তৈরি করার চল বেশ বহুদিনের হয়ে গেছে। তবুও নানা অর্থনৈতিক কারণে এই প্রযুক্তি খুব বেশি ব্যবহার হয় না। ২০০২ সালে ব্রাজিলের এ্যলফ্রেডো মোসার নামক এক ব্যক্তি এক অভিনব পদ্ধতিতে দিনের বেলা অন্ধকার ঘরে আলো উৎপাদন করার এক উপায় বার করেছিল। এটি বেঁচা হয় না। নিজেকে বানিয়ে নিতে হয়। বাণিজ্যিক ভাবে বেঁচা হওয়া সৌরসামগ্রী অনেক আছে, এবং ভারতবর্ষে তা ব্যবহার করার জন্য সরকার ভর্তুকি ও দেয়ে। কিন্তু বেশ আকর্ষণীয় কিছু সামগ্রীর মধ্যে এ্যমেরিকার লুসিEnergizer কম্পানির Solar Crank light