Monday 25 March 2013

কম্পিউটারে বাংলা হরফ

কম্পিউটার আসার পর নানা আর্থিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে বাংলা হরফের সংখ্যা কমে এসেছে। এই হরফগুলো ছাড়া বিনামূল্যে বাংলা হরফ পাওয়া মুশকিল। বাংলা বিজ্ঞাপন সংস্থারা কয়েকটি সৌখিন হরফ ব্যবহার করে, কিন্তু তা বিনামূল্যে সাধারণ ভাবে পাওয়া যায় না। কম্পিউটার আসার আগে বিজ্ঞাপন হয় ছাপা অথবা হাতে লেখা হত। তার কিছু নমুনা এখানে দেখা যায়। পশ্চিমবাংলা ও বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো হলে, শিল্পীদের কম্পিউটার ব্যবহার করার আরো সুযোগ হবে এবং তখন রকমারি বাংলা হরফ ও দেখা যাবে। আপাতত কম্পিউটারে বাংলা হরফ বানানোর কাজ অল্প কিছু মানুষদের মধ্যেই সীমিত আছে। সেই ব্যাপারে কিছু তথ্য এখান থেকে জানা যেতে পারে।

বাংলা Unicode হরফের মধ্যে Mukti Narrow হরফটা আমার বিশেষ পছন্দ।

No comments:

Post a Comment

মন্তব্য করুন